পিজ্জা ফুচকা (pizza fuchka recipe in Bengali)
উপকরণ
-
১২-১৩টি ফুচকা
-
ফুচকার পুরের জন্য লাগবে
-
১/২ ক্যাপ্সিকাম কুচি
-
১টি পেঁয়াজ কুচি (ছোট)
-
১টি টমেটো কুচি (দানা বাদ)
-
২টেবিল চামচ পিজ্জা সস
-
১টেবিল চামচ টমেটো সস
-
১/২চা চামচ গোলমরিচ গুঁড়ো
-
১চা চামচ চিলি ফ্লেক্স, অরিগ্যানো
-
স্বাদ মত নুন
-
ফুচকার উপরে দেবার জন্য
-
২+১চা চামচ পিজ্জা সস, টমেটো সস একসাথে মিক্স করতে হবে
-
পরিমাণ মত চিলি ফ্লেক্স
-
পরিমা্ণ মত অরিগ্যানো
-
পরিমাণ মত চীজ(গ্রেট করা)
ধাপ
প্রথমে একটি পাত্রে ক্যাপ্সিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি নিয়ে ওর মধ্যে সস্, স্বাদ মত নুন, গোলমরিচ গুঁড়ো,চিলিফ্লেক্স,ওরিগ্যান এক সাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে
এবার ফুচকার এক দিকটা কিছুটা ফাটিয়ে ২ চামচ করে পুর দিয়ে দিতে হবে। অন্যদিকে গ্যাসে করাইতে একটি স্ট্যান বসিয়ে করাই চাপা দিয়ে ৫মিনিট করাইটা গরম করতে হবে।
এরপর চিজের উপর চিলিফ্লেক্স, ওরিগ্যান সামান্য করে ছড়িয়ে দিতে হবে। এরপর করাইতে বসিয়ে চাপা দিয়ে লো হিটে ১০-১২মিনিট ব্রেক করে নিতে হবে