- : প্রচুর পরিমাণে শেয়ার হোক :নাম: রণিতা বাগ (ব্যানার্জি)
বয়স : ২২
বাড়ি : জনাই
গত ১৫ই আগষ্ট তার একটি পুত্র সন্তান হয়। ডেলিভারীর পর থেকেই সে বেশ কিছু শারীরিক সমস্যার সম্মুখীন হয়েছিল। গত ২৪ শে আগষ্ট রাতে তার একটি কার্ডিও এটাক্ হয় এবং বর্তমানে সে মেডিকায় ভর্তি। শারীরিক অবস্থার উন্নতি না ঘটার ফলে সে গত তিনদিন ধরে ভেন্টিলেশনে রয়েছে। বেলুন অ্যাঞ্জিওগ্রাফি করতে হয়েছে।ওষুধে কাজ হচ্ছে এখনো পর্যন্ত সবকিছু মিলিয়ে প্রায় ৯ লাখ টাকা খরচ হয়ে গিয়েছে। ডাক্তারদের মতে ওকে বাঁচাতে গেলে চিকিৎসার জন্য খরচের পরিমাণ ৩৫-৪০ লাখ। একজন মধ্যবিত্ত পরিবারের একার পক্ষে সেই চিকিৎসা চালানো সম্ভব না।
সকলের কাছে অনুরোধ আপনারা যদি আপনাদের সাহায্যের হাত একটু বাড়িয়ে দেন তবে, সদ্যজাত শিশুটির কাছে আমরা তার মাকে ফিরিয়ে দিতে পারব। পরিবার আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। তার জন্য প্রয়োজন ম্যাক্সিমাম শেয়ার, এই পোস্টটি যত দ্রুত সম্ভব মানুষের কাছে পৌঁছানো। এটিকে কোনো ফেক পোস্ট না ভাবার অনুরোধ রইল। সকলে পাশে দাঁড়ান।
সাহায্যের জন্য ডিটেলস্ নীচে রইল। সম্ভব হলে নিজের পরিবার, আত্মীয়, বন্ধুদের বলুন।
Name : Sagar Bag
Bank : State bank of India
Branch : Janai
IFSC : SBIN0006033
A/C : 20317156326
Upi 8335915131@ybl